টিউটোরিয়ালঃ কিভাবে আমি ফেসবুকে বন্ধুদের ইমেইল খুঁজে পেতে পারি? কিভাবে ইয়াহু মেইল থেকে কন্টাক্ট বিবরণ তুলে আনতে পারি? ফেসবুকের উপর এটি আমাদের দ্বিতীয় টিউটোরিয়াল। প্রথম টিউটোরিয়ালে, আমরা আলোচনা করেছি কিভাবে ফেসবুকে বন্ধুদের খুঁজে পাবো? ধরে নেয়া নেয়া যাক ৫০০০ বন্ধু ৬০ দিনের মাঝে? আমি আশা করি সেই টিউটোরিয়ালটি ইতিমধ্যে অনেক সদস্যের ও বন্ধুদের উপকারে এসেছে। […]
কিভাবে আমি ফেসবুকে বন্ধুদেরকে খুঁজে পাবো? ধরে নেয়া যাক ৬০ দিনের মাঝে ৫০০০ বন্ধু!
কিভাবে আপনি ফেসবুকে বন্ধু খুঁজে পাবেন? ধরে নিন, আপনি ফেসবুকের একজন নূতন ব্যবহারকারী। আপনি আজই ফেসবুকে অ্যাকাউন্ট তৈরী করেছেন। আপনি ফেসবুকের কোন বৈশিষ্ট্য অথবা অ্যাপলিকেশন কিংবা ফাংশন সম্পর্কে কিছুই জানেন না। আপনি ফেসবুকে সম্পূর্ণ নবীন। কিন্তু আপনি চাচ্ছেন আপনার বন্ধুবান্ধব, সহকর্মী, দলের সঙ্গী, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, পরিবারের সদস্য, মেয়েবান্ধবী, ছেলেবন্ধু, ভাই-বোন, চাচা-চাচী, এবং সর্বোপরি সবার সাথে […]