এই ব্লগ পোস্টে, আমি দেখাব কিভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা ব্লগের জন্য Akismet ওয়ার্ডপ্রেস প্লাগইন সেটআপ করবেন। ধাপগুলো বেশ সহজ। কিন্তু তার আগে Akismet প্লাগইন কি এবং তা আপনার সাইটের জন্য কেন দরকার তা আমি আলোচনা করব।
Akismet কি?
Akismet খুব সম্ভবত সেরা ওয়ার্ডপ্রেস প্লাগিনগুলোর মধ্যে একটি যা আপনাকে স্প্যাম মন্তব্য পরিচালনা থেকে মুক্তি দেবে। স্প্যাম আপনার সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ের উপর যাতে খারাপ প্রভাব ফেলতে না পারে Akismet তা নিশ্চিত করে এবং আপনি যাতে স্প্যাম মন্তব্য এড়িয়ে আরও বেশি সময় আপনার সাবস্ক্রাইবারদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন তাও নিশ্চিত করে।
Akismet আপনার ব্লগ বা ওয়েবসাইটের মন্তব্যগুলো নিরীক্ষণ করে এবং সেগুলো স্প্যাম মন্তব্য কিনা তা খুঁজে বের করে। তাছাড়া Akismet এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট ব্লগ এর স্প্যাম মন্তব্য অ্যাডমিন প্যানেলের অধীনে বিশ্লেষণ করতে পারবেন।
Akismet ওয়েবসাইট মালিকদের জন্য কেন বাধ্যতামূলক?
Akismet ওয়ার্ডপ্রেস ব্লগ বা ওয়েবসাইট মালিকদের জন্য একেবারে বাধ্যতামূলক নিম্নোক্ত কারনেঃ
১. দ্রুত সব মন্তব্য নিরীক্ষণ করে এবং স্প্যাম এর মত দেখতে মন্তব্যগুলোকে ফিল্টার করে।
২. Discard function যা আপনার সবচেয়ে খারাপ স্প্যামকে বাধাগ্রস্থ করে, আপনার ডিস্ক স্পেস রক্ষা করে এবং আপনার সাইটের গতি বাড়াতে সাহায্য করে।
৩. প্রতিটি একক মন্তব্য চেক করে। প্রতিটি মন্তব্যই আলাদা তাৎপর্য বহন করে, এই কারনে আপনি Akismet এর সাহায্যে কোন মন্তব্য গুলো ভাল বা স্প্যাম তা ধরতে পারেন অথবা কোন মন্তব্যগুলো মডারেটররা অনুমোদন অথবা মুছে ফেলেছে তাও বের করতে পারেন।
৪. সকল অনুমোদিত মন্তব্য দেখায়। ব্লগ / ওয়েবসাইট এডমিন বা মডারেটর সকল ব্যবহারকারীর অনুমোদিত মন্তব্য সংখ্যা দেখতে পারেন।
৫. অদৃশ্য বা সন্দেহজনক লিঙ্ক যা মন্তব্যের বডিতে থাকে, Akismet সেইসব URL গুলোকে পরীক্ষা করে।
কিভাবে ওয়ার্ডপ্রেস Akismet প্লাগইন সেটআপ করবেনঃ
- আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে লগিন করুন।
- তারপর প্লাগইন এর উপর মাউস নিয়ে যান এবং “Add New” বাটনে ক্লিক করুন।
- “Search Plugins” বক্সে কোন quote ছাড়া “Akismet” টাইপ করে সার্চ করুন।
- আপনি ওয়ার্ডপ্রেস Akismet প্লাগইন দেখতে পাবেন। এখন Install now বাটনে ক্লিক করুন।
- এর পরে, “Activate plugin” এ ক্লিক করুন।
- এখন আপনাকে “Settings” এ ক্লিক করতে হবে। আপনি নিচের ছবির মতো একটি পেজ দেখতে পাবেনঃ
- আপনার যদি ইতিমধ্যে একটি API কী না থাকে তাহলে, “Get your API Key” বাটনে ক্লিক করুন।
- এখন “Get an Akismet API Key” এই বাটনে ক্লিক করুন।
আপনি উপরের ছবির মত কিছু একটা দেখতে পাবেন।
এটাই হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস Akismet প্লাগইন Activation Window। আপনাকে আপনার API কি জানা থাকতে হবে / পেতে হবে এবং “Manually enter an API key” বক্সে সেই API কীটি লিখতে হবে, তারপর “Use this key” এই বাটনে ক্লিক করতে হবে। কিন্তু মনে রাখবেন ওয়ার্ডপ্রেস Akismet প্লাগইন সক্রিয় করার জন্য আপনার একটি WordPress.com অ্যাকাউন্ট থাকতে হবে।
আপনাকে ওয়ার্ডপ্রেস Akismet প্লাগইন এর হোমপেজ এ নিয়ে যাওয়া হবে।
যদি আপনি ইতিমধ্যে আপনার “WordPress.com” অ্যাকাউন্টে লগ ইন করে থাকেন তাহলে নিচের চিত্রের মত দেখতে পাবেনঃ
আপনার API কী পেতে “Approved” বাটনে ক্লিক করতে হবে।
আপনি যদি “WordPress.com” অ্যাকাউন্টে লগইন না করে থাকেন, তাহলে আপনি নিচের চিত্রের মত দেখতে পাবেন।
এখানে আপনি “Sign up” বাটনটি পাবেন। আপনার যদি একটি ওয়ার্ডপ্রেস.কম একাউন্ট না থাকে তাহলে দয়া করে এখানে সাইন আপ করুন। অন্যথা, “I already have a wordpress.com account” লিঙ্কটিতে ক্লিক করুন।
সাইন ইন করার পরে, আপনি ওয়ার্ডপ্রেস Akismet প্লাগইন এর জন্য বেশ কিছু অপশন দেখতে পাবেন। আপনি যদি ওয়ার্ডপ্রেস Akismet এর পরিকল্পনা আপগ্রেড করতে চান তাহলে আপনাকে প্লাস, ব্যাক আপ বা এন্টারপ্রাইস অপসন গুলো থেকে যে কোনো একটি বেছে নিতে হবে। কিন্তু আপনি যদি ওয়ার্ডপ্রেস Akismet এর বিনামূল্যের সংস্করনটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে ওয়ার্ডপ্রেস Akismet এর বেসিক সংস্করণ এর উপর ক্লিক করতে হবে। এই ব্লগে আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেস Akismet এর বেসিক সংস্করণ এর উপর আলোচনা করব। বেসিক প্যাকেজ এর অধীনে “Get started” বাটনে ক্লিক করুন।
যদিও আমি ওয়ার্ডপ্রেস Akismet এর বেসিক সংস্করণ টি বাছাই করেছি কিন্তু তারপরও এটা আমাকে “$36/year” এই অপসন টি দেখাচ্ছে- কেন? এটা খুবই বিভ্রান্তিকর এবং বিরক্তিকর তাইনা?
চিন্তা করবেন না। এখানে আপনি একটা পন্থা অবলম্বন করতে পারেন। আপনার মাউসটি $36/year এর উপর নিয়ে যান এবং বামে টেনে আনুন, এরপর আপনি $ 0.00 /Year অপশন পাবেন!
এখন “Continue” বাটনে ক্লিক করুন।
এই ধাপে আপনি আপনার ওয়ার্ডপ্রেস Akismet প্লাগিন API টি পেয়ে যাবেন। তারপর শুধু API কিটি কপি করুন করে “Manually enter an API key” এই বক্সে পেস্ট করুন এবং “Use this key” এই বাটনে ক্লিক করুন। আপনি স্ট্যাটাসটি দেখতে পাবেন।
এখন সব প্রক্রিয়া সম্পূর্ণ। আপনি সফলভাবে আপনার সাইটে “WordPress Akismet Plugin” সক্রিয় করতে পেরেছেন। আপনার যদি এই টিউটোরিয়ালটি পছন্দ হয়ে থাকে তাহলে দয়া করে মন্তব্যের মাধ্যমে আপনার মতামত প্রকাশ করুন।
কিভাবে ওয়ার্ডপ্রেস এ আকিস্মেত প্লাগিন সেটআপ করবেন? জানতে চাইলে দেখুন এই ভিডিও টিউটোরিয়ালটি!
মন্তব্য করুন