এসইও সার্ভিস প্রোভাইডার ব্লগ

  • মূল সাইট
  • বাংলা ব্লগ
  • ইংলিশ ব্লগ
  • ডিরেক্টরি
  • সকল পোস্টসমূহ
  • সাবস্ক্রাইব করুন
  • যোগাযোগ
You are here: Home / ফোরাম / সিগনেচার যোগ করা যায় এমন Dofollow ফোরাম পোস্টিং সাইটের তালিকা

ডিসেম্বর 19, 2015 By এখলাছ উদ্দিন জুয়েল 1 Comment

সিগনেচার যোগ করা যায় এমন Dofollow ফোরাম পোস্টিং সাইটের তালিকা

আপনি গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে যদি কোন কীওয়ার্ড র‍্যাঙ্ক করাতে চান তাহলে আপনার Dofollow অথবা Follow লিঙ্কের প্রয়োজন হবে। আপনার Nofollow সাইট থেকে ১০০০ ব্যাকলিঙ্ক থাকতে পারে কিন্তু সেটা আপনাকে কিওয়ার্ড র‍্যাঙ্ক করাতে যথেষ্ট সাহায্য করবে না। যদি আপনার ১০ টা  Dofollow ব্যাকলিঙ্কও থাকে তাহলে তা আপনার কিওয়ার্ড র‍্যাঙ্কিংয়ে যথেষ্ট প্রভাব ফেলবে যা কিনা ১০০০ Nofollow ব্যাকলিঙ্কেও আপনি পাবেন না। সেজন্যই আমার মত যারা SEO বিশেষজ্ঞ আছেন তারা সবসময় Dofollow ফোরাম তালিকা, Dofollow ডিরেক্টরির তালিকা, Dofollow ব্লগ তালিকা, Dofollow ওয়েব 2.0 তালিকা, বা Dofollow প্রেস রিলিজ সাইটের তালিকা হন্যে হয়ে খুঁজেন

এখন টেকনোলজি অনেক উন্নত, ঠিক তেমনি গুগলও। মার্কেট বিশেষজ্ঞরাও Dofollow এবং Nofollow ব্যাকলিঙ্ক সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি সচেতন।

আপনি হয়তো বিভিন্ন সাইট থেকে কিছু Dofollow ব্যাকলিঙ্ক পেতে পারেন, যদি আপনি ওয়েবমাস্টার বা অ্যাডমিনদের খুব ভাল করে জানেন। অন্যথায় কেউ আপনাকে বিনা পয়সায় ব্যাকলিঙ্ক অফার করবে না। Dofollow মন্তব্য দিতে পারে এমন ব্লগ কমেন্ট পাওয়া এখন রীতিমত দুঃসাধ্য। একইভাবে তা ফোরাম, ওয়েব ডিরেক্টরি এবং প্রেস রিলিজ সাইটের জন্যও প্রযোজ্য। এটা এমন না যে ফোরামের ওয়েবমাস্টাররা দিন দিন নিষ্ঠুর হয়ে যাচ্ছে। এর জন্য দায়ী অনেকগুলি স্থানীয় এসইও প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং তাদের তৈরী করা টিউটোরিয়াল…

৭৫% এসইও প্রশিক্ষণ প্রতিষ্ঠান রীতিমতো জঘন্য। তারা নিজেরাই হোয়াইট হ্যাট এসইও কৌশল সম্পর্কে সঠিকভাবে জানে না, তাহলে তারা কিভাবে তাদের ছাত্রদের ভাল মানের টিউটোরিয়াল প্রদান করবে? প্রতিষ্ঠানগুলি মূলত ছাত্রদের কাছ থেকে টাকা সংগ্রহ করতেই ব্যস্ত থাকে এবং কিভাবে এক ব্যাচ শেষ করে নতুন আরেক ব্যাচ শুরু করা যায় সেদিকেই মনযোগী থাকে। তারা মূলত হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট, ব্ল্যাক হ্যাট এই সবকিছু তালগোল পাকিয়ে ফেলে এবং কিছু নতুন ও ভ্রান্ত কৌশল গঠন করে। শিক্ষার্থীরা অজ্ঞাতসারে এই কৌশলগুলি প্রয়োগ করে। কখনও কখনও তাদের এই কৌশল ঠিকভাবে কাজে দেয় আর মাঝে মাঝে তা কদর্য রূপ ধারন করে। গুগল ধারাবাহিকভাবে তাদের এলগরিদম আপডেট করে থাকে যার ফলে ঐসব ছাত্ররা সময় পার হওয়ার সাথে সাথে বিষন্নতায় ভোগে, যদি তাদের ওয়েবসাইট গুগল এলগরিদম দারা আক্রান্ত হয়। যদি তারা তাদের কিওয়ার্ড নিয়ে সামান্যতম সফলতাও পায় তাহলেই তারা নিজেদেরকে অনেক বড় এসইও বিশেষজ্ঞ মনে করে!

ঐসব ছাত্ররা খুব চালাকি করে সাধারন মন্তব্য প্রকাশ এবং উচ্চ অথরিটি সাইট থেকে dofollow ব্যাকলিঙ্ক জোগাড় করতে চেষ্টা করে। কিন্তু ওয়েবমাষ্টাররা এত বোকা নয়, তারা এইসব স্প্যামার গ্রুপকে ভালভাবেই জানে। সাধারণত ওয়েবমাস্টাররা তাদের তথাকথিত সাইটে নতুন ডোমেইন বা সাইটের URL প্রকাশ করতে চান না। তার উপর যদি তারা দেখে যে, মন্তব্যগুলি সাধারন মানের তাহলে তারা কোন ধরনের চিন্তা ভাবনা ছাড়াই সেগুলিকে ট্র্যাশে ফেলে দেয়।

আরেকটি এবং সবচেয়ে খারাপ সমস্যা হচ্ছে স্প্যামার। আমিসহ ৯৯.৯৯% ওয়েবমাষ্টাররা স্প্যামারদের ঘৃনা করে, আর বাকি ০.০১% ওয়েবমাষ্টাররা নিজেরাই স্প্যামার! তারা বিভিন্ন এসইও টুলসের মাধ্যমে সবসময় যেকোন জায়গা থেকে হাজার হাজার জঘন্য ব্যকলিঙ্ক সংগ্রহ করার চেষ্টা করে থাকে। তারা কোয়ালিটির তুলনায় পরিমানকে প্রাধান্য দেয় বেশি। তারা মনে করে, যত বেশি এবং দ্রূত ব্যাকলিঙ্ক সংগ্রহ করতে পারবে ততই তাদের কিওয়ার্ড র‍্যাঙ্ক বাড়তে থাকবে। কি বিচারবুদ্ধিহীন একটি মনোভাব নিয়ে তারা বাস করছে!

আমি সত্যিই ব্যক্তিগতভাবে ব্ল্যাক হ্যাট পছন্দ করি না। আমরা ম্যানুয়ালি ব্যাকলিঙ্ক করে থাকি। আমরা সবসময় আমাদের কাজ এবং ক্লায়েন্টদের মূল্য দিয়ে থাকি। তাই আমরা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছি। আসলে এটাই একমাত্র কারন যে, আমরা বাংলাদেশের সেরা এসইও কোম্পানিগুলোর মধ্যে একটা হয়ে উঠতে পেরেছি। আমাদের ক্লাইন্টরা আমাদের বিভিন্ন প্রজেক্ট সরবরাহ করে থাকে কেননা আমাদের সেবার উপর তাদের পূর্ণ আস্থা আছে এবং তারা জানে যে আমরা ১০০% বিশ্বস্ত।

সিগনেচার যোগ করা যায় এমন Dofollow ফোরাম পোস্টিং সাইটের তালিকা

Dofollow ফোরাম পোস্টিং সাইটের তালিকা
যাই হোক, আমরা ফিল্টার করেছি Dofollow ফোরাম পোস্টিং সাইটের তালিকা সর্বশেষ তথ্যসহ, যাতে আছে কতগুলি পোস্ট হলে আপনি সিগনেচার যোগ করতে পারবেন, কতগুলি পোস্ট হলে আপনি লিঙ্ক যোগ করতে পারবেন এবং ফোরামের মডারেটরদের দ্বারা নির্ধারিত অন্যান্য নিয়ম কানুন। আমরা বিশ্বাস করি অনলাইনে এটাই Dofollow ফোরাম পোস্টিং সাইটের সবচেয়ে ভাল তালিকা এবং আশা করি এটা আপনাকে সাহায্য করবে। অধিকাংশ ফোরামেই হচ্ছে অর্থ উপার্জন, এসইও বা ওয়েবহোস্টিং সংক্রান্ত। আমরা আরও ফোরাম ফিল্টার করছি এবং ধীরে ধীরে আরও নিশ ফোরাম তালিকা আপনার জন্য প্রকাশ করব। ততক্ষন পর্যন্ত আমাদের সাথেই থাকুন।

দ্রুত কিছু পরামর্শ: বোকার মত কোন কিছু করবেন না এবং পোস্ট করার আগে অবশ্যই ফোরামের নিয়ম কানুন ভালভাবে পড়ে নিন। কোন মূল্য নেই এমন কোন পোস্ট তৈরি করবেন না। ডুপ্লিকেট পোস্ট তৈরি করবেন না। একটি বিষয়ে খুব ভাল জানা না থাকলে আলোচনায় অংশগ্রহণ করবেন না। কখনই সাধারন মন্তব্য উত্তর হিসেবে দিবেন না, যেমনঃ “ধন্যবাদ, খুব ভালো লাগল অথবা খুব ভালো লিখেছেন”।

এখানে ২০১৬ সালের কিছু Dofollow ফোরামের তালিকা দেয়া হলঃ

Wjunction.com – আমার প্রিয় ফোরামগুলোর মধ্যে একটি, যেটির অসংখ্য গ্রাহক আর অনেক মডারেটর আছে। তারা Dofollow সিগনেচার লিঙ্ক সরবরাহ করে থাকে। অনেক সক্রিয় একটা ফোরাম। একবার রেজিস্টার করা হয়ে গেলে, আপনি শিক্ষানবিস হিসেবে থাকবেন। শিক্ষানবিস সময় পার হয়ে যাবার পর আপনি পোস্ট লিঙ্ক এবং সিগনেচার যোগ করতে পারবেন।

Siteownersforums.com – স্প্যামারদের জন্য স্বর্গ। সিগনেচারে অনেক লিঙ্ক যোগ করা যায়, আর সেগুলো Dofollow লিঙ্ক হয়। মাঝে মাঝে আপনি লিঙ্ক প্রকাশ করতে পারবেন না “Stop Word” সমস্যার কারনে। আপনি কিভাবে এই বাগ (সমস্যা) বাইপাস করতে পারেন তা আমি উদ্ঘাটন করব না এখানে কেননা আমি সত্যিই এই ফোরামটাকে অকার্যকর হিসেবে দেখতে চাই না। দয়া করে এই ফোরামে বা অন্য কোনো ফোরামে স্প্যাম করবেন না।

Webhostforum.net – এটাও স্প্যামারদের স্বর্গ। অনেকটা নিস্ক্রিয় ফোরাম। আপনি এখানে রেজিস্টার করতে পারবেন এবং সিগনেচার যোগ করতে পারবেন।

Acorndomains.co.uk – আপনি এখানে রেজিস্টার করতে পারবেন। মডারেটর দ্বারা পর্যালোচনা করার পর আপনার অ্যাকাউন্ট সক্রিয় বা নিষ্ক্রিয় করা হবে। আপনার অ্যাকাউন্ট অনুমোদন না হওয়া পর্যন্ত আপনি সিগনেচার লিঙ্ক যুক্ত করতে পারবেন না। সিগনেচার Dofollow।

Forum.submitexpress.com – আপনি এখানে রেজিস্টার এবং অ্যাক্টিভেশন কোড এর জন্য অপেক্ষা করতে পারেন। অ্যাক্টিভেশন কোড আসতে কখনো কখনো একটু সময় নেয়। যদি এরকম কিছু হয় তাহলে আপনি পুনরায় নিবন্ধন করার চেষ্টা করতে পারেন। সিগনেচার Dofollow।

Dreamincode.net/forums – সিগনেচারগুলো Dofollow। আমার এই ফোরাম সম্পর্কে যথেষ্ঠ ধারনা নেই। আপনি এখানে রেজিস্টার করতে পারেন এবং নিজে নিজে অনেক কিছু সার্চ দিয়ে বের করতে পারেন। যদি ভাল কিছু জানতে পারেন, তাহলে মন্তব্যের মাধ্যমে আমাদের সাথে তা শেয়ার করুন।

Ewebdiscussion.com – সিগনেচারগুলো Dofollow। আপনি এখানে রেজিস্টার করে পোস্ট দেয়ার চেষ্টা করতে পারেন। কিন্তু এই ফোরাম অনেক কড়া। আপনার পোস্ট সঠিক সময়ে প্রকাশ নাও হতে পারে।

Codingforums.com –অনেক কড়া ফোরাম। আপনি যদি কোন কিছু ভুল করে থাকেন তাহলে আপনি নিষিদ্ধও হতে পারেন। প্রতিটি পোস্ট কোন না কোন মডারেটরের দ্বারা অনুমোদিত হয় এবং সিগনেচার Dofollow হয়। সিগনেচার যোগ করার আগে আপনার পোস্ট গননা ৫ হতে হবে এবং আপনাকে কমপক্ষে ৭ দিনের জন্য সদস্য থাকতে হবে এই ফোরাম এ।

Discuss.tigweb.org – –অনেক কড়া ফোরাম। আপনি যদি কোন কিছু ভুল করে থাকেন তাহলে আপনি নিষিদ্ধও হতে পারেন। সিগনেচারগুলো Dofollow।

Dynamicdrive.com/forums – উচ্চ র‍্যাঙ্ক সমৃদ্ধ ফোরাম, উচ্চ অথরিটি ফোরাম তাছাড়া খুব কঠোর ফোরাম। প্রতিটি পোস্ট কোন না কোন মডারেটরের দ্বারা অনুমোদিত হয় এবং সিগনেচার Dofollow হয়।

Forums.htmlhelp.com – নামকরা ফোরাম। ব্যাকলিঙ্ক পাওয়ার জন্য ভাল জায়গা। সিগনেচার Dofollow হয়। আপনি যদি ব্যাকলিঙ্ক পেতে পোস্ট গননা বৃদ্ধি করার চেষ্টা করেন, আপনাকে নিষিদ্ধ করা হতে পারে।

Forums.hostsearch.com – ব্যাকলিঙ্ক পাওয়ার জন্য ভাল জায়গা। আপনি সহজেই ১০ টি পোস্ট করার পর সিগনেচার যোগ করতে পারবেন। সিগনেচারগুলো Dofollow। আপনি যদি স্প্যাম করে থাকেন তাহলে তারা আপনাকে নিষিদ্ধ করবে। আমার প্রিয় ফোরামগুলোর মধ্য একটি।

Forums.mydigitallife.info – প্রযুক্তি ফোরাম। এই ফোরাম থেকে যদি ব্যাকলিঙ্ক পেতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রযুক্তি সম্পর্কে অনেক কিছু জানতে হবে। আপনি যদি ভুল কিছু করে থাকেন, তারা আপনার আইপি ঠিকানা দিয়ে আপনাকে নিষিদ্ধ করতে এতটুকু দ্বিধাবোধ করবে না। সিগনেচারগুলো Dofollow।

Seodiscussionforum.com – ব্যাকলিঙ্ক পাওয়ার জন্য ভাল জায়গা। সিগনেচার Dofollow হয়। অ্যাডমিনরা খুবই সক্রিয়। সর্বাধিক ২ টি সিগনেচার অনুমোদন করা হয়।

Webcosmoforums.com – সিগনেচার Dofollow হয়। আপনি ১০ টি পোস্ট করার পর সিগনেচার যোগ করতে পারবেন। তারা সিগনেচার অনুমোদনের ব্যাপারে খুব কঠোর। যদি আপনার সিগনেচার স্প্যামযুক্ত হয়, তাহলে তারা আপনাকে নিষিদ্ধ করবে।

Webhelpforums.net – সিগনেচারগুলো Dofollow। ফোরাম খুব একটা সক্রিয় নয়। আপনি নিবন্ধীকরণ প্রক্রিয়া করতে গিয়ে কিছু সার্ভার ত্রুটি পেতে পারেন। ব্যাকলিঙ্ক পাওয়ার জন্য খুব একটা ভাল জায়গা না। কিন্তু একটি নিশ অনুযায়ী উপযুক্ত উৎস থেকে ব্যাকলিঙ্ক পেতে সবসময় ভাল জায়গা।

Talkingcity.com – লিঙ্কগুলো Dofollow। যেহেতু লিঙ্কগুলি Dofollow, যদি তারা সদস্যদের সিগনেচার লিঙ্ক যোগ করার অনুমতি দেয় তাহলে সেই সিগনেচারগুলোও Dofollow হবে। যদি আপনি নিবন্ধন করে না থাকেন তাহলে আর মাথা ঘামাবেন না কেননা নতুন নিবন্ধন নিষ্ক্রিয় করা আছে!

Seorefugee.com/forums – লিঙ্কগুলো Dofollow। অ্যাডমিনরা সদস্যদের সিগনেচার লিঙ্ক দিতে অস্বস্তি বোধ করে! সিগনেচার লিঙ্ক যোগ করার জন্য অন্যান্য সদস্যদের কাছ থেকে আপনাকে ২-৩ টি সুনাম পেতে হবে। আর ২-৩ টি সুনাম অর্জন করা মোটেই সহজ নয়।

Websitebabble.com – এই ফোরামের এডমিন হচ্ছেন লিসা। তিনি আপনাকে তার ফোরাম থেকে সহজে লিঙ্ক পেতে দিবেন না। তার জন্য আপনার পোস্টের সংখ্যা ৩০-১০০ হতে হবে (আমি খুব একটা নিশ্চিত নই, তারা কখনও এইসব তথ্য প্রকাশ করে না) । লিঙ্ক এবং সিগনেচারগুলো Dofollow হয়।

Affiliateseeking.com/forums– এটি একটি এফিলিয়েট মার্কেটিং ফোরাম কিন্তু তাদের এসইও, PPC, SMM সেকশনও আছে। সিগনেচার Dofollow হয়। সিগনেচার যোগ করার আগে, আপনার পোস্ট গননা ২৫ হতে হবে এবং আপনাকে ৩ দিনের জন্য হলেও ঐ ফোরামের সদস্য হতে হবে।

Webhostingtalk.com – এটি ভাল ওয়েব হোস্টিং ফোরামগুলোর মধ্য একটি। তাদের প্রচুর সক্রিয় অডিয়েন্স আছে। আপনি যে কোন ওয়েব হোস্টিং কোম্পানি সম্পর্কে যথেষ্ট রিভিউ, মতামত বা সমালোচনাও পেতে পারেন। সিগনেচার Dofollow। সিগনেচার যোগ করার আগে, আপনার পোস্ট গননা ১০ হতে হবে এবং আপনাকে ৭ দিনের জন্য হলেও ঐ ফোরামের সদস্য হতে হবে।

Thefreeadforum.com/vbull/forum.php – Dofollow ব্যাকলিঙ্ক পাওয়ার জন্য ভাল জায়গা। লিঙ্ক এবং সিগনেচারগুলো Dofollow। মডারেশন এত বেশি থাকে না। দয়া করে এই ফোরামে স্প্যাম করবেন না।

Small-business-forum.net – Dofollow ব্যাকলিঙ্ক পাওয়ার জন্য ভাল ফোরাম। এডমিন এবং মডারেটররা খুবই সক্রিয়। যদি আপনি খুব সহজেই ব্যাকলিঙ্ক পাওয়ার চেষ্টা করে থাকেন, তা আপনি পারবেন না। লিঙ্ক এবং সিগনেচারগুলো Dofollow।

Webhostingforum.com – খুব একটা সক্রিয় ফোরাম নয়। লিঙ্ক এবং সিগনেচারগুলো Dofollow। সিগনেচারে HTML লিঙ্ক যোগ করা যায় না। তবে, BBcode লিঙ্ক যোগ করা যায়। দয়া করে স্প্যাম করবেন না।

Freewebhostingtalk.com – এই ফোরামটি webhostingtalk এর মালিকানাধীন। এই ফোরামে যেইসব কোম্পানি ফ্রি ওয়েব হোস্টিং সেবা প্রদান করে তাদের সম্পর্কে আলোচনা করা হয়। লিঙ্ক এবং সিগনেচারগুলো Dofollow। সিগনেচার যোগ করার আগে, আপনার পোস্ট গননা ১০ হতে হবে এবং আপনাকে ৭ দিনের জন্য হলেও ঐ ফোরামের সদস্য হতে হবে।

Small-business-forum.com/index.php – লিঙ্কগুলো Dofollow। ব্যাকলিঙ্ক পাওয়ার জন্য খুব একটা ভাল জায়গা না। এতে লিঙ্ক পোস্ট করা মোটেই সহজ নয়। আর মনে হচ্ছে সম্প্রতি তারা সিগনেচারে লিঙ্ক যোগ করতে দিচ্ছে না। কিন্তু সামগ্রিকভাবে, এটি একটি Dofollow ফোরাম।

Sidetalkz.com/forums – লিঙ্ক এবং সিগনেচারগুলো Dofollow হয়। সিগনেচার যোগ করার আগে, আপনার পোস্ট গননা ১০ হতে হবে এবং আপনাকে ৭ দিনের জন্য হলেও ঐ ফোরামের সদস্য হতে হবে। এটা কোন ওয়েব হোস্টিং বা কোন এসইও ফোরাম নয়, তবে আপনি এখানে সাধারণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন।

Webmasterworld.com – এটা একটি Dofollow ফোরাম। লিঙ্কগুলো Dofollow। পোস্টে লিঙ্ক যোগ করার জন্য আপনাকে অবশ্যই তাদের Pro ব্যবহারকারী হতে হবে। আপনাকে ছয় মাসের সাবস্ক্রিপশনের জন্য $৮৯ খরচ করতে হবে এবং এক বছরের সাবস্ক্রিপশনের জন্য $১৪৯ খরচ করতে হবে।

Hotwebhostingtalk.com – এটা একটি Dofollow ফোরাম। লিঙ্ক এবং সিগনেচারগুলো Dofollow হয়। স্প্যামারদের জন্য স্বর্গ। আপনি এই ফোরাম থেকে খুব ভাল মানের ব্যাকলিঙ্ক পাবেন না। মডারেশনও এত বেশি না। মনে হচ্ছে এই ফোরামটি বিলীন হয়ে যাচ্ছে!

Forums.devshed.com – এটা একটি Dofollow আবার একই সাথে Nofollow ফোরাম! সিগনেচারগুলো Dofollow এবং Nofollow। যদি প্রথম সিগনেচার Dofollow হয় তাহলে দ্বিতীয় সিগনেচারটি Nofollow হবে। সিগনেচার যোগ করার আগে, আপনার পোস্ট গননা ১০০ হতে হবে এবং আপনাকে ৯০ দিনের জন্য ঐ ফোরামের সদস্য হতে হবে।

Forums.searchenginewatch.com –  এটা একটি Dofollow ফোরাম। লিঙ্কগুলো Dofollow হয়। ব্যাকলিঙ্ক পাওয়ার একটা ভাল জায়গা। মনে হচ্ছে তারা সিগনেচারে লিঙ্ক দিতে দেয় না। ইতিমধ্যে আপনি যদি ঐ ফোরামের সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে অভিনন্দন।

Dnforum.com/forum.php – এটি একটি ডোমেইন কেনা/বেচার ফোরাম। ব্যাকলিঙ্ক পাওয়ার একটা ভাল জায়গা। ফ্রি সদস্যরা অংশগ্রহণ করতে পারবেন না। সিগনেচার যোগ করার জন্য আপনাকে ফ্রি প্ল্যানটিকে আপগ্রেড করতে হবে। এটা একটি Dofollow ফোরাম। লিঙ্কগুলো Dofollow।

V7n.com/forums – অনেক সক্রিয় একটা ফোরাম। মডারেশন লেভেল অনেক বেশি। সিগনেচারের সুবিধা পেতে হলে আপনাকে অবশ্যই ৫০ টি ভাল মানের পোস্ট দিতে হবে। আপনি যদি পোস্ট কাউন্ট বাড়ানোর জন্য আজেবাজে পোস্ট দিতে থাকেন তাহলে আপনি এই ফোরাম থেকে নিষিদ্ধ হবেন অথবা আপনার পোস্ট(গুলো) মুছে ফেলা হতে পারে। এটা একটি Dofollow ফোরাম। ব্যাকলিঙ্ক পাওয়ার জন্য ভাল ফোরাম। লিঙ্ক এবং সিগনেচারগুলো Dofollow।

Ukbusinessforums.co.uk/forums – অনেক সক্রিয় একটা ফোরাম। মডারেশন লেভেল অনেক বেশি। সিগনেচার যোগ করার জন্য আপনাকে আপনার ফ্রি সদস্যপদ প্ল্যান আপগ্রেড করতে হবে। এটা একটি Dofollow ফোরাম। লিঙ্কগুলো Dofollow হবে যদি আপনি তাদের আপগ্রেড প্ল্যান নিয়ে থাকেন। প্রিমিয়াম প্ল্যান নিতে আপনার বছরে £৯৯ + ভ্যাট খরচ পড়বে। পূর্ন সদস্যপদ পেতে আপনার প্রতি বছর £৩০ + ভ্যাট খরচ পড়বে।

Webmasterserve.com/forum.php – খুব একটা সক্রিয় ফোরাম নয়। সিগনেচার যোগ করার আগে, আপনার পোস্ট গননা ১০০ হতে হবে এবং আপনাকে ৯০ দিনের জন্য ঐ ফোরামের সদস্য হতে হবে। মডারেটররা আপনার প্রতিটি পোস্ট পড়বে এবং অনুমোদন করবে। ব্যাকলিঙ্ক পাওয়ার জন্য খুব একটা ভাল জায়গা না।

Hostingforum.ca/forum – সহজেই ব্যাকলিঙ্ক পাওয়ার জন্য খুব ভাল জায়গা। এটি একটি Dofollow ফোরাম এবং সিগনেচারগুলো Dofollow হয়। ভাল অডিয়েন্স আছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া খুবই সহজ। দয়া করে এই ফোরামে স্প্যাম করবেন না।

Clickbanksuccessforum.com/forum – সিগনেচারগুলো Dofollow। শুধুমাত্র একটি লিঙ্কই সিগনেচারে দেয়া যায়। এটা খুব একটা সক্রিয় ফোরাম নয়। আপনি এই ফোরামে ভাল মানের ব্যাকলিঙ্ক সহজেই পাবেন না।

Webmastersun.com/forum – আমি এই ফোরামকে অনেক পছন্দ করি। এই ফোরামের প্রতি অ্যাডমিনরা যথেষ্ট যত্নশীল। তাছাড়া এই ফোরামে অনেক সক্রিয় অডিয়েন্স আছে। লিঙ্ক এবং সিগনেচারগুলো Dofollow। সিগনেচার যোগ করার আগে, আপনার পোস্ট গননা ২৫-৫০ হতে হবে।

Theadminzone.com/forums – সত্যি বলতে, আমি এই ফোরামকে পছন্দ করি না। কারন তারা সিগনেচার যোগ করার আগে, ১০ টি পোস্ট গননা চায়। কিন্তু কোন সদস্য যদি ১০ টি পোস্ট দিয়ে সিগনেচার লিঙ্ক যোগ করে তাহলে তারা ঐ সদস্যকে নিষিদ্ধ করে দেয়। অনেকেই এই অযৌক্তিক কার্যকলাপ সম্পর্কে আমাকে রিপোর্ট করেছে। ব্যাকলিঙ্ক পাওয়ার জন্য খুব একটা ভাল জায়গা না। সিগনেচার যদিও Dofollow।

Freewebspace.net/forums – ফ্রি ব্যাকলিঙ্ক পাওয়ার জন্য ভাল জায়গা। এটি একটি ভাল ফোরাম। তারা এক দশকেরও বেশী সময় ধরে অনলাইনে রয়েছে। সক্রিয় ফোরাম এবং ভাল অডিয়েন্স। লিঙ্ক এবং সিগনেচারগুলো Dofollow।

Hostingchitchat.com – ফ্রি ব্যাকলিঙ্ক পাওয়ার জন্য ভাল জায়গা। এটি একটি ভাল ফোরাম। লিঙ্ক এবং সিগনেচারগুলো Dofollow। দয়া করে এই ফোরামে স্প্যাম করবেন না। আমি এই ফোরামকে অচল দেখতে চাই না!

Webhostingchat.com/forum – সম্পূর্ণ ওয়েব হোস্টিং ফোরাম। আপনি এসইও বা প্রচারমূলক কোন পোস্ট খুঁজে পাবেন না। আপনি এই ফোরাম থেকে বিনামূল্যে ব্যাকলিঙ্ক পেতে পারেন। ব্যাকলিঙ্ক পাওয়ার জন্য ভাল জায়গা। লিঙ্ক এবং সিগনেচারগুলো Dofollow।

Sgwebhostingtalk.com – এটি একটি সিঙ্গাপুর ভিত্তিক ওয়েব হোস্টিং ফোরাম. আপনি এই ফোরামের অধীনে এসইও বা অর্থ উপার্জন বিষয়ে নিবন্ধ খুঁজে পাবেন না। এই ফোরাম শুধুমাত্র ওয়েব হোস্টিং এর উপর মনোযোগ দেয়। সিগনেচারগুলো Dofollow। মডারেটররা প্রতিটি অ্যাকাউন্ট পর্যালোচনা করবে এবং তারপর হয় তারা আপনার অ্যাকাউন্ট টি অনুমোদন করবে অথবা মুছে ফেলবে।

Computerforum.com – এটা খুবই কঠোর ফোরাম। আপনি এই ফোরাম থেকে সহজে ব্যাকলিঙ্ক পাবেন না। এটি একটি কম্পিউটার ফোরাম। সিগনেচার Dofollow কিন্তু স্ব-প্রচার অনুমোদন করে না।

Forum.pcmech.com – এটা খুবই কঠোর ফোরাম। আপনি এই ফোরাম থেকে সহজে ব্যাকলিঙ্ক পাবেন না। এটি একটি কম্পিউটার ফোরাম। মডারেটররা প্রতিটি অ্যাকাউন্ট পর্যালোচনা করবে এবং তারপর হয় তারা আপনার অ্যাকাউন্ট অনুমোদন করবে অথবা মুছে ফেলবে।

Webproworld.com – এটা খুবই কঠোর ফোরাম। মডারেটররা খুবই সক্রিয়। ব্যাকলিঙ্ক পাওয়ার জন্য ভাল জায়গা। লিঙ্ক এবং সিগনেচারগুলো Dofollow।

Webdesignforums.net – এটা খুবই কঠোর ফোরাম। মডারেটররা খুবই সক্রিয়। ব্যাকলিঙ্ক পাওয়ার জন্য ভাল জায়গা। আপনি যদি তাদের প্রিমিয়াম সদস্য হয়ে থাকেন তাহলে আপনি Dofollow ব্যাকলিংক সুবিধা গ্রহণ করতে পারেন। প্রিমিয়াম সদস্যপদ পাওয়ার জন্য আপনাকে বছরে $১২ করে দিতে হবে এবং এটার পুনরাবৃত্তি হতে থাকবে।

Graphicdesignforum.com/forum – এটা খুবই কঠোর ফোরাম। মডারেটররা খুবই সক্রিয়। আপনি এই ফোরাম থেকে ভাল মানের অথরিটি ব্যাকলিঙ্ক পেতে পারেন। এই ফোরাম সদস্যদের কাছ থেকে সিগনেচার নেয় না। তবে, এটি একটি Dofollow ফোরাম।

Graphicdesignforums.co.uk – আপনি এই ফোরাম থেকে বিনামূল্যে ব্যাকলিঙ্ক পেতে পারেন। ব্যাকলিঙ্ক পাওয়ার জন্য ভাল জায়গা। লিঙ্ক এবং সিগনেচারগুলো Dofollow। মডারেটররাও সক্রিয়। মডারেটররা প্রতিটি অ্যাকাউন্ট পর্যালোচনা করবে এবং তারপর হয় তারা আপনার অ্যাকাউন্ট টি অনুমোদন করবে অথবা মুছে ফেলবে।

Forum.weblamp.net – খুব একটা সক্রিয় ফোরাম নয়। নিবন্ধন প্রক্রিয়া বন্ধ। যদি আপনি ইতিমধ্যে এর সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে অভিনন্দন। লিঙ্ক এবং সিগনেচারগুলো Dofollow।

এই Dofollow ফোরাম তালিকা খুব দীর্ঘ হয়ে যাচ্ছে। আমরা এই Dofollow ফোরাম তালিকা আরও অনেক তথ্যের সাথে আপডেট করব। দয়া করে আমি এতক্ষন যা শেয়ার করলাম তার সুবিধা আপনারা গ্রহন করবেন। আমি হয়তো শত শত Dofollow ফোরামের তালিকা দিতে পারিনি। তাই মুক্ত মনে মন্তব্যের মাধ্যমে নতুন Dofollow ফোরামের নাম দিয়ে আমাকে আপডেট করুন। আমি ব্যক্তিগতভাবে সেই ফোরামগুলি চেক করব এবং এখানে সেই ফোরামগুলির তথ্য আপডেট করে দেব। আগাম ধন্যবাদ!

এখলাছ উদ্দিন জুয়েল

এখলাছ উদ্দিন জুয়েল গুগল অ্যাডওয়ার্ডস সার্টিফিকেটপ্রাপ্ত এবং এসইও, এসইএম, এসএমএম বিশেষজ্ঞ। তিনি SEO-Service-Provider.org এর প্রতিষ্ঠাতা। বড় কোন এসইও প্রোজেক্ট এর জন্য তাঁর সাথে যোগাযোগ করতে পারেন।

  • facebook
  • googleplus
  • linkedin
  • pinterest
  • skype
  • twitter
  • youtube

Filed Under: ফোরাম Tagged With: Dofollow ফোরাম, Dofollow ফোরাম তালিকা, Dofollow ফোরাম পোস্টিং সাইটের তালিকা, Dofollow ফোরাম লিস্ট, dofollow ব্যাকলিঙ্ক, এসইও প্রশিক্ষণ প্রতিষ্ঠান

Comments

  1. Arko says

    এপ্রিল 3, 2016 at 9:15 অপরাহ্ন

    Onek tothobohul ekta post. Thank you vai.

    জবাব

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

 

এসইও পাওয়ারস্যুট কিনুন

SEO-Service-Provider-recommends-SEO-Powersuite

অনুসরন করুন আর লাইক দিন

Like Us on Facebook Follow Me on Twitter Follow Us on Google+ Follow Us on Linkedin Follow Us on Tumblr Follow Us on Delicious Check Our Rss Feed

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • আপনার ফেইসবুক অ্যাড অ্যাকাউন্টটি নীতি লঙ্ঘনের জন্য চিহ্নিত করা হয়েছে
  • কিভাবে Yoast সাইটম্যাপ থেকে কিছু পোস্ট বাদ দিবেন
  • কিভাবে MailChimp সদস্যদের সাজাবেন
  • কাজের সময় জেগে থাকার ৬ টি উপায়
  • গুগলের প্রতি প্রস্তাবনাঃ জিমেইলের ব্লক ফিচারটি উন্নত করুন

সংরক্ষণাগার

  • নভেম্বর 2016
  • অক্টোবর 2016
  • আগস্ট 2016
  • জুলাই 2016
  • জুন 2016
  • মার্চ 2016
  • ফেব্রুয়ারী 2016
  • জানুয়ারী 2016
  • ডিসেম্বর 2015
  • নভেম্বর 2015
  • অক্টোবর 2015
  • সেপ্টেম্বর 2015
  • আগস্ট 2015
  • মে 2015
  • এপ্রিল 2015

আমাদের সম্বন্ধে

এসইও সার্ভিস প্রোভাইডার একটি গুগল পার্টনার কোম্পানি, সব ধরনের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া ও সার্চ ইঞ্জিন মার্কেটিং সেবা প্রদান করে। আমরা কোন অটোমেটিক টুল ব্যবহার করি না। সবকিছু ম্যানুয়ালই করা হয়।

Google Partner Badge for SEO Service Provider

আমাদের প্যাকেজসমূহ

  • এসইও প্যাকেজ
  • পিপিছি প্যাকেজ
  • সোশ্যাল শেয়ার প্যাকেজ
  • ওয়েব ২.০ প্যাকেজ
  • কনটেন্ট মার্কেটিং
  • ফোরাম পোস্টিং প্যাকেজ
  • ব্লগ কমেন্টিং প্যাকেজ
  • ই-কমার্স এসইও

অনুসরন করুন

ফেসবুক পেজ এ লাইক দিন আমাদের অনুসরন করুন টুইটার এ আমাদের অনুসরন করুন গুগল+ এ আমাদের অনুসরন করুন লিংকডইন এ আমাদের অনুসরন করুন ইউটিউব এ আমাদের অনুসরন করুন দেলিচিওউস এ আমাদের অনুসরন করুন তাম্বলার এ ফিড

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ

সকল পোস্টসমূহ
মূল সাইট এর সকল পাতাসমুহ
আমাদের শর্তাবলী
প্রেস রিলিজ
আমাদের স্বচ্ছ নীতি

SiteLock
কপিরাইট © ২০১৬ · এসইও সার্ভিস প্রোভাইডার · No Blackhat or Automatic, Sorry!