হ্যালো, সবাইকে স্বাগত! আমি এসইও সার্ভিস প্রোভাইডার থেকে এখলাস বলছি। এই টিউটোরিয়ালে আমি ফেসবুক সম্পর্কে খুবই আকর্ষণীয় কিছু শেয়ার করতে যাচ্ছি। নিম্নলিখিত অ্যাকাউন্টটি আমার ফেসবুক অ্যাড প্রচারণা অ্যাকাউন্ট। আপনারা এখানে দেখতে পাবেন, ফেসবুক আমাকে একটি নটিফিকেশন পাঠিয়েছে যে এই ক্যাম্পেইনের একটি অ্যাড আমার অডিয়েন্সের কাছে পৌছায়নি কেননা এটা অনুমোদিত নয়। এটা “too much text in image” নটিফিকেশন দেখাচ্ছে। কিন্তু আমি আপনাদের একটা ছবি দেখাব যেখানে আমি কোন টেক্সট ব্যবহার করি নি এবং এর পরে আমি আপনাদের কিছু পরামর্শ ও সহায়ক টিপস দিব ফেসবুকের “Too Much Text in Image” সমস্যা দূর করার জন্য।
আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে আমার দুটি অ্যাড সেট আছে এবং প্রত্যেকটি অ্যাড সেটের জন্য আমার ১/২ টি অ্যাড আছে। তাহলে চলুন AU-18+ অ্যাড সেটটি প্রথমে পরীক্ষা করি।
প্রথমে এই অ্যাড সেটটির অ্যাড কপি পরীক্ষা করি। এই অ্যাডটি প্রকাশিত হয় নি কেননা ফেসবুক থেকে “Too Much Text in Image” এই মেসেজটি দেখানো হচ্ছে।
কিন্তু নিচের ছবিটিতে আসলেই কি অনেক বেশি টেক্সট আছে!
আচ্ছা, “Without SEO, your website value is zero” – এটা কোন টেক্সট নয় কেননা আমি এটাকে আমি আমার ফটোশপ PSD এর মাধ্যমে .png ফরম্যাটে সেভ করেছিলাম এবং এটি সাধারনত একটি ছবি, টেক্সট নয়। এটা প্রথমে অনুমোদিত হয়েছিল কিন্তু এখন আর এটি অনুমোদিত নয়। আমি বিশ্বাস করি এটা ভুলবশত অননুমোদিত হিসেবে চিহ্নিত হচ্ছে।
এখন আমি আপনাদের আমার আরেকটি অ্যাড সেটের অ্যাড কপি দেখাব। “AU – M – 25-60″ এটি হচ্ছে আমার আরেকটি ক্যাম্পেইনের অ্যাড সেট এবং আমার মূলত দুইটি অ্যাড কপি আছে এই অ্যাড সেটে।
সুতরাং, চলুন প্রথম অ্যাড কপিটি আপনাদের দেখাই…
আমার এই ছবিটিতে কোন টেক্সট নেই, তাইনা? আমি বলতে চাইছি যে আমি এই ছবিটিতে আমার ওয়েবসাইটের লোগো যুক্ত করেছি এবং আমি কোন টেক্সট যোগ করি নি কিন্তু এটাও অনুমোদিত হয় নি। “too much text in image” এই মেসেজটি আমার ফেসবুক অ্যাড মেনেজারে দেখাচ্ছে। যদি আমি অন্য আরেকটি এ্যাড এ যাই, তাহলেও আপনি দেখতে পাবেন যে অধিক টেক্সট এর কারনে আমার অ্যাডটি প্রকাশিত হয় নি।
কিন্তু এই ছবিতে কোন টেক্সট নেই, শুধুমাত্র আমার লোগো আর ছবিটি আছে। কিভাবে এই ত্রুটি ঠিক করবেন? আমি বলতে চাইছি যে, আমার কোন ছবিই সম্পাদনা করার প্রয়োজন পড়ে না কারন প্রত্যেকটা ছবিই ঠিক আছে।
সুতরাং আমি গুগলে সার্চ করলাম এবং কিছু সহায়ক বিষয় খুঁজে পেলাম। আমি দেখলাম এটা শুধু আমারই সমস্যা না, বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষই এই একই সমস্যার সম্মুখীন হচ্ছে।
এখানে ক্লিক করুন…
https://www.facebook.com/business/help/community/question?id=10153529568181581
“Damien Barber” নামের একজন একই সমস্যা নিয়ে রিপোর্ট করেছিল। ফেসবুক হেল্প টিম থেকে নাদিয়া নামের একজন তার এই সমস্যার সমাধান দিয়েছিল।
আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, ইমেজ এর মধ্যে ২০% লেখার একটা নীতি ফেসবুকের রয়েছে এবং তারা ছবির মধ্যে ২০% পর্যন্ত টেক্সট রাখার অনুমতি দেয়। যদি আপনার ছবির মধ্যে ২০% এর বেশি টেক্সট থাকে তাহলে ফেসবুক টিম তা প্রকাশ করার অনুমতি দেয় না। এই কারনে, আপনার ছবিতে যদি টেক্সট থেকে থাকে তাহলে আমি আপনাকে পরামর্শ দিব সেই টেক্সটি সরিয়ে ফেলার এবং আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যদি আপনার ছবিতে কোন টেক্সট না থাকে তাহলে এটা আপনার ক্যাম্পেইনের জন্য ভাল হবে।
মূল বিষয়ে ফিরে যাচ্ছি। Nadia এখানে Damien কে কি বলেছে দেখুন…
“Hello Damien,
All ads cannot contain more than 20% text within the image. This link will provide you with some tips on how to make sure your ad is within our guidelines: https://www.facebook.com/business/help/980593475366490/?ref=u2u
If you believe that your ad was disapproved by mistake, I recommend submitting a request to have this looked into through this link: https://www.intern.facebook.com/business/help/1210227555661027/?ref=u2u”
এখন আমি আপনাদের “Too Much Text in Image” ফেসবুকের এই সমস্যাটি যত পদ্ধতিতে সমাধান করা যায় তা দেখাব।
ফেসবুকঃ ছবিতে অনেক বেশি টেক্সট? কিভাবে সমাধান করবেন –
পদ্ধতি ১:
আমরা এখন জানি যে আমাদের অ্যাড ভুলবশত অননুমোদিত করা হয়েছে। নিচের লিঙ্কটি ক্লিক করি…
https://www.intern.facebook.com/business/help/1210227555661027/?ref=u2u
আপনি নিচের ছবির মত কিছু জিনিস দেখতে পারবেন:
আপনাকে “this form” এ ক্লিক করতে হবে এবং এটা আপনাকে “Appeal a disapproved” এই অ্যাড ফর্ম এ নিয়ে যাবে। শুধু নিশ্চিত করুন যে আপনি আপনার ফেসবুক অ্যাড ম্যানেজারে লগইন করা আছেন এবং “I’m referring to this ad” এই রেডিও বাটনে ক্লিক করুন ও “I understand that if my Ad is approved on appeal, it will be made active and may start delivering right away” এই বক্সে টিক দিয়ে দিন।
এরপরে আপনি আপনার সমস্যা বিস্তারিতভাবে বর্ননা করতে পারবেন। আমি বলতে চাচ্ছি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট আইডি, ক্যাম্পেইনের নাম, অ্যাড সেট এর নাম দিতে পারেন। আর যদি আপনি আপনার অ্যাড এর নামটি তাদেরকে দিতে পারেন তাহলে তো আরও ভাল। আপনাকে শুধু “Describe Your Problem” এই বক্সের সব তথ্য পূরন করতে হবে। সবশেষে, “send” বাটনে ক্লিক করুন।
ফেসবুকের রিভিউ টিম আপনার বিদ্যমান ছবিটি যাচাই করবে এবং তারা যদি মনে করে যে আপনার ইমেজটি ভাল তাহলে তারা আপনার অ্যাডটি পুনরায় সক্রিয় করবে।
পদ্ধতি 2: (এই পদ্ধতি আপনার কাজে নাও আসতে পারে)
এখানে আপনি যেটা করতে পারেন তা হল, আপনি আপনার ক্যাম্পেইনের স্ট্যাটাস পরিবর্তন করতে পারেন। আপনি আপনার বর্তমান ক্যাম্পেইনটি থামিয়ে রাখতে পারেন এবং তারপর পুনরায় চালু করতে পারেন। যদি এটা কাজ করে, তাহলে আপনার অ্যাডটি ফেসবুক টিম পর্যালোচনা করবে। যদি আপনার ছবি ঠিক থাকে তাহলে ফেসবুকের টিম আপনার অ্যাডটি পুনরায় চালানোর জন্য আপনার ছবিটি অনুমোদন করবে। কিন্তু এই পদ্ধতিটি যদি আপনার কাজে না আসে তাহলে আপনি পদ্ধতি ১ অথবা পদ্ধতি ৩ যেকোন একটি বেছে নিতে পারেন।
পদ্ধতি 3: (আমার গোপন পদ্ধতি যা সত্যি কার্যকর)
“Edit Ad” অপশনটি ক্লিক করে আপনার অননুমোদিত অ্যাডটি খুলুন। টেক্সট বক্স, শিরোনাম বক্স অথবা নিউজ ফিড লিংক বর্ননা বক্সে যেকোন কিছু লিখুন এবং আবার সেটা মুছে দিন। এটা “Save and Close” বাটনটিকে অ্যাক্টিভ করে দিবে।
এরপর “Save and Close” বাটনে ক্লিক করুন। ফেসবুক পর্যালোচনা টিম আপনার অ্যাডটি পর্যালোচনা করে দেখবে এবং তারা আপনার অ্যাডকে পুনরায় সক্রিয় করবে যদি আপনি তাদের সমস্ত নির্দেশাবলী অনূসরন করে থাকেন।
এই পদ্ধতিটিই হচ্ছে সবচেয়ে দ্রুততম ও কার্যকর। আপনি এখন চাইলে “too much text in image” এই সমস্যা সমাধানের চেষ্টা করতে পারেন।
এভাবেই আপনি ফেসবুকের “too much text in image” এই সমস্যার সমাধান করতে পারেন। আরও ভালভাবে বুঝতে হলে আমার ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ। দয়া করে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরের টিউটোরিয়ালে আবার দেখা হবে। ভাল থাকবেন!
মন্তব্য করুন