যেহেতু আমরা গুগলের পার্টনার, সেই হিসেবে আমরা গুগলকে কিছু ফ্রি পরামর্শ দিতে চাই। আজকে আমি যে সমস্যার মুখোমুখি হয়েছি তার উপর আমি পরের দিন / সপ্তাহ গুগলকে অনুরোধ করি। তারা যদি আমার এই অনুরোধ বাস্তবায়ন করতে রাজি থাকেন, তাহলে তাদের সব ব্যবহারকারিরা নিশ্চিতভাবে এতে উপকৃত হবেন। যেহেতু আমি সবসময় আমার বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে গুগলকে পরামর্শ প্রদান করে থাকি তাই গুগল চাইলে আমার পরামর্শটি নিয়ে ভেবে দেখতে পারে! তবে অবশ্যই, তারা এই পরামর্শটি প্রত্যাখ্যান করতে পারেন, এটা সম্পূর্ন তাদের ইচ্ছা!
আপনাদের কি মনে আছে, আমি একটি মজার বিষয় শেয়ার করেছিলাম “কিভাবে আপনি Call Only Ads কনভার্সন ট্র্যাক করতে পারবেন?” এই আর্টিকেলে। মনে হচ্ছে, গুগল এটা খেয়াল করেছে এবং তারা এটি পরিবর্তন করে দিয়েছে।
এখানে আগের স্ক্রিনশটটি দেয়া হলঃ
আর এখানে পরের স্ক্রিনশটটি দেয়া হলঃ
“কিভাবে আপনি Call Only Ads কনভার্সন ট্র্যাক করতে পারবেন?” – এই আর্টিকেলে আমি গুগলকে আরেকটি সমস্যাযুক্ত স্টেটমেন্ট পরিবর্তন করতে অনুরোধ করেছিলাম যা কিনা অনেক মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। দেখে মনে হচ্ছে তারা এখনো এটা পরিবর্তন করেনি। আপনি এখনও এই সমস্যাটি খুঁজে পাবেনঃ
“Calls from your ads will appear under the “Clicks” column in your reporting table for each call-only campaign”
“Look at the performance of your call-only campaigns” সেকশনের ঠিক নিচেঃ
আশা করছি, গুগল খুব শীঘ্রই তাদের এই স্টেটমেন্টটি পরিবর্তন করবে
আজ আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি
প্রতিনিয়ত আমি প্রচুর পরিমাণে স্প্যাম ইমেইল পাই। স্প্যামাররা দিন দিন আরও স্মার্ট হচ্ছে। তারা নিত্য নতুন কৌশল আবিস্কার করছে কিভাবে লাখ লাখ মানুষের কাছে তারা তাদের ইমেইল পাঠাতে পারে। তারা নতুন নতুন কৌশল অবলম্বন করছে যাতে তার ইমেইলটি “স্প্যাম” ফোল্ডারে না যায় এবং প্রাপক নিশ্চিত তার ইমেলটি খুলে দেখে। তারা কিভাবে এটা করছে? আপনাদের একটি উদাহরণ দেখানো যাকঃ
এই লোকটি আমাকে আমার ওয়েবসাইট এর “Contact Us” পেজের মাধ্যমে কয়েকটি ইমেইল পাঠিয়েছে। প্রতিটি সময় সে এইরকম ই-মেইল ব্যবহার করেছেঃ
zaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa0.2@gmail.com
zaaaaaaaaaaaaaaaaaaaaa0.2@gmail.com
zaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa02@gmail.com
আমি তার আইপি অ্যাড্রেসটি ব্যান করে দিতে পারি এবং আমার “ব্যান আইপি” তালিকায় তার আইপিটি অন্তর্ভূক্ত করে দিতে পারি, কিন্তু আমি মনে করি সে তার ইমেইলটি পাঠানোর জন্য বিভিন্ন প্রক্সি সার্ভার ব্যবহার করে। তাছাড়া, একেক সময় সে তার নকল এবং আলাদা আলাদা ই-মেইল ব্যবহার করে থাকে এবং আমার মনে হয় তাকে থামানো খুব একটা সহজ কাজ নয়!
এখানে জিমেইলের প্রসজ্ঞ কিভাবে আসল?
যখন কেউ আমার ওয়েবসাইটের “Contact Us” ফর্ম পূরণ করে সেই বার্তাটি আমি আমার জিমেইলে পেয়ে যাই। তাছাড়া, আমি আমার জিমেইলে একধরনের ফিল্টার করে রেখেছি। এই ফিল্টারটি নিশ্চিত করে যে, যদি আমি আমার ওয়েবসাইট এর “Contact Us” ফর্মের মাধ্যমে কোন ইমেইল পাই তাহলে সে ঐ বার্তাটিকে সরাসরি স্প্যাম ফোল্ডারে পাঠাবে না এবং স্বয়ংক্রিয়ভাবে ডিলিটও করবে না।
ফলস্বরূপ, আমি আমার জিমেইলে খুব ঘন ঘন স্প্যাম ইমেল পাচ্ছি এবং আমি সত্যিই সেই ই-মেইল অ্যাড্রেস গুলোকে ব্লক ও মুছে ফেলতে চাই।
আমি এই ইমেইল অ্যাড্রেস গুলোকে কেন ব্লক করতে পারছি না?
আমি স্প্যামারদের এই ইমেল অ্যাড্রেস গুলোকে ব্লক করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারিনি!
আমি যখনই তাদের ই-মেইল অ্যাড্রেস গুলোকে ব্লক করার চেষ্টা করি, তখনই আমি নিম্নলিখিত নটিফিকেশন পাইঃ
যেহেতু আমি আগেই বলেছি যে, আমি আমার ওয়েবসাইট থেকে উত্পন্ন সব ইমেইল সরাসরি আমার জিমেইলে পাই তাই আমি ঐ স্প্যাম ইমেইলটি মুছে ফেলতে পারব না কেননা এই ক্ষেত্রে প্রেরক হচ্ছি আমি নিজেই – info(@)seo-service-provider.org!
গুগল / জিমেইল এর সাপোর্ট টিমের প্রতি পরামর্শ
আপনারা এমন কিছু কি বাস্তবায়ন করতে পারেন যাতে আমরা ঐ সকল ইমেইল অ্যাড্রেস গুলো এডিট করতে পারি এবং সাথে সাথে যেন সেই ইমেইল অ্যাড্রেস গুলোকে ব্লক করতে পারি? আমি গুগলের পাশাপাশি ইয়াহু এবং ইয়ানডেক্স মেইলও চেক করেছি। কোন ই-মেইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানই এই এডিট অপশনটি দিচ্ছে না।
আপনি কি এর কোন দ্রুত সমাধান জানেন?
প্রিয় পাঠক, ভিজিটর এবং সাবস্ক্রাইবারগন আমি কিভাবে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমেই ঐ স্প্যাম ইমেল অ্যাড্রেসগুলো ব্লক করতে পারি যদি আপনারা এই বিষয়ে কোন সমাধান জেনে থাকেন তাহলে দয়া করে আমাকে মন্তব্যের মাধ্যমে জানিয়ে সাহায্য করুন। ধন্যবাদ!
মন্তব্য করুন