আমি মনে করি আপনারা শিরোনামটি দেখে এই কলাম সম্পর্কে ধারনা পেয়ে গেছেন। এই কলামে, আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আমি গুগল এনালিটিক্স এবং ওয়েবমাস্টার টুলস থেকে ওয়েবসাইট অ্যাকাউন্ট মুছে ফেলতে পারি। এই টিউটোরিয়ালটি নবীনদের জন্য। ইতিমধ্যে আপনি যদি এটির সম্পর্কে জানেন, তাহলে আপনাকে এই টিউটোরিয়ালটি পড়তেও হবে না অথবা ভিডিও টিউটোরিয়ালটিও দেখতে হবে না।
গুগল এনালিটিক্স এবং ওয়েবমাস্টার টুলস থেকে আপনার ওয়েবসাইটের তথ্য বা অ্যাকাউন্ট মুছে ফেলতে হলে, অনুগ্রহ করে নিম্নোক্ত পদ্ধতিগুলো অনুসরন করুনঃ
১। আপনার গুগল এনালিটিক্স এর অ্যাকাউন্ট এ লগইন করুন। যদি একাধিক অ্যাকাউন্ট সংরক্ষিত থাকে আপনার গুগল এনালিটিক্স অ্যাকাউন্টে, তখন আপনি আপনার অ্যাকাউন্টগুলোর তালিকা দেখতে পাবেন।
২। এবার অ্যাডমিন ট্যাবে যান যেটি ডানপাশে অবস্থিত এবং অ্যাডমিন ট্যাবে ক্লিক করুন।
৩। আপনি এখন ওয়েবসাইট অ্যাকাউন্ট গুলোর তালিকা দেখতে পাবেন। আপনাকে তখন ঐ অ্যাকাউন্টটিতে ক্লিক করতে হবে যে অ্যাকাউন্টটি আপনি মুছে ফেলতে চাচ্ছেন।
৪। এরপর “অ্যাকাউন্ট সেটিংস” এ ক্লিক করুন।
৫। আপনি প্রায় করে ফেলেছেন! এবার আপনাকে শুধুমাত্র “এই অ্যাকাউন্টটি মুছে ফেলুন (delete this account)” এ ক্লিক করতে হবে সফলভাবে গুগল এনালিটিক্স থেকে ওয়েবসাইট অ্যাকাউন্টটি মুছে ফেলতে।
ভাল! আপনি পেরেছেন!! আপনি গুগল এনালিটিক্স থেকে আপনার ওয়েবসাইট অ্যাকাউন্টটি সফলভাবে মুছে ফেলতে পেরেছেন।
এখন, অনুগ্রহ করে আপনার গুগল ওয়েবমাস্টার অ্যাকাউন্টে লগইন করুন সাইটটি মুছে ফেলার জন্য যেটি এনালিটিক্স থেকে কেবল মাত্র মুছে ফেলেছেন। গুগল ওয়েবমাস্টার টুলসে লগইন করার পর, আপনি আপনার ওয়েবসাইটগুলোর তালিকা দেখতে পাবেন (যদি আপনার একাধিক ওয়েবসাইট থাকে)। সাধারনভাবে সাইটটি নির্বাচন করুন যেটি আপনি মুছে ফেলতে চাচ্ছেন। “ম্যানেজ সাইট” ট্যাবে ক্লিক করুন এবং এরপর “মুছে ফেলুন সাইট (delete site)” এ ক্লিক করুন।
দারুন!এবং অভিনন্দন!!! আপনি সফলতার সাথে শিখতে পেরেছেন “কিভাবে আপনি গুগল এনালিটিক্স এবং ওয়েবমাস্টার টুলস থেকে ওয়েবসাইট অ্যাকাউন্ট মুছে ফেলবেন”।
গুগল এনালিটিক্স এবং ওয়েবমাস্টার টুলস থেকে ওয়েবসাইট অ্যাকাউন্ট মুছে ফেলার উপর ভিডিও টিউটোরিয়ালটি নিম্নে দেয়া হল। মুক্তমনে এই ভিডিওটি দেখুন এবং অনুগ্রহ করে আপনার অভিজ্ঞতা মতামত এর ভিত্তিতে প্রকাশ করুন।
মন্তব্য করুন