সবাইকে অভিনন্দন,
এই টিউটোরিয়ালে আমি শেয়ার করতে যাচ্ছি কিভাবে Yoast সাইটম্যাপ থেকে কিছু পোস্ট বাদ দিতে হয়। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য Yoast একটি খুবই ভালো মানের এসইও প্লাগইন। আপনি যদি Yoast এসইও প্লাগইন ইনস্টল করেন এবং এক্সএমএল সাইটম্যাপ সক্রিয় করে থাকেন, তাহলে কিভাবে Yoast সাইট ম্যাপ থেকে কিছু পোস্ট বাদ দিবেন তা জানার জন্য এটাই উপোযুক্ত সময়।
কেন সাইটম্যাপ থেকে কিছু পোস্ট আড়াল বা বাদ দিতে হয়?
এটা খুবই গুরুত্বপুর্ন সাইটম্যাপ থেকে কিছু পেইজ বাদ দেয়া। আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার ওয়েবসাইটের লগইন, লগ-আউট, আন-সাবস্ক্রাইব, সাকসেস বা ধন্যবাদ পেইজগুলো গুগল বা অন্য কোন সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করাতে।
যখন আপনি আপনার ওয়েব সাইটের জন্য sitemap.xml সেট আপ করবেন, তখন এই পৃষ্ঠাগুলি স্বয়ংক্রিয়ভাবেই দেখা যাবে। এই পৃষ্ঠাগুলি লুকানোর জন্য, আপনাকে sitemap.xml থেকে এই পৃষ্ঠাগুলি বাদ দিতে হবে।
আরেকটি দৃশ্যকল্প হতে পারে, আপনি এইমাত্র একটি প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস টেমপ্লেট থেকে ডেমো ডেটা ইম্পপোর্ট করেছেন। আপনি ইতিমধ্যে আপনার সমস্ত প্রয়োজনীয় পৃষ্ঠাগুলি ঠিক করেছেন এবং প্রকাশ করেছেন। এবং, আপনি ঐ সব ডেমো পোস্ট গুলো প্রকাশ করেন নি, মানে “unpublished” অবস্থায় রেখে দিয়েছেন। কিন্তু সেগুলো Sitemap.xml এ দৃশ্যমান হতে পারে। এই পৃষ্ঠাগুলি লুকানোর জন্য আপনার দুটি অপশন আছেঃ ডিলেট করুন বা লুকিয়ে রাখুন।
এটা আরেকটি কারণ, কেন আপনি আপনার Sitemap.xml থেকে কিছু পৃষ্ঠা লুকিয়ে রাখবেন।
এখন মূল আলোচনায় আসুন। সেটা হলঃ
কিভাবে আমি Yoast সাইটম্যাপ থেকে পোস্ট বা পেইজ লুকিয়ে রাখতে পারিঃ
১। আপনার ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেল লগইন করুন।
২। এসইও (Yoast প্লাগইন) এর উপর মাউস নিন।
৩। “এক্সএমএল সাইটম্যাপ” এ ক্লিক করুন।
৪। এবার “এক্সক্লুডেড পোস্ট” এর উপর ক্লিক করুন। এখানে আপনি ঐ সকল পোস্ট / পেইজের আইডি অন্তর্ভুক্ত করতে পারবেন যেগুলো আপনি Sitemap.xml থেকে লুকাতে চান।
কিভাবে ওয়ার্ডপ্রেসে পোস্ট / পেইজের আইডি খুঁজে পাবেন
আমি শুধু দেখাচ্ছি কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসে পেইজের আইডি খুঁজে পাবেন। অনুরূপভাবে এই পদ্ধতি ব্যবহার করে, আপনি পোস্ট আইডিও খুঁজে পাবেন।
১। পেইজের উপর মাউস নিন। “অল পেইজ” এর উপর ক্লিক করুন।
২।আপনার পছন্দসই পেইজ খুঁজে পেতে “সার্চ বক্স” ব্যবহার করুন (যদি আপনার ১০০ থেকে ১০০০ পেইজ থাকে)
৩।“এডিট” এ ক্লিক করুন।
৪।এখন URL চেক করুন। আপনাকে শুধু “পোস্ট =” এর পাশে আইডি নিতে হবে।
এখন এই আইডিগুলো Yoast এক্সএমএল সাইটম্যাপের “এক্সক্লুডেড পোস্ট” এর ঘরে বসাতে হবে। আর ঠিক এভাবেই আপনি Yoast সাইটম্যাপ থেকে কিছু পোস্ট বাদ দিতে পারেন।
ভালভাবে বোঝার জন্য এই ভিডিও টিউটোরিয়াল দেখুন। আমি এই টিউটোরিয়াল তৈরি করেছি কারন আমার এক ক্লায়েন্টের Sitemap.xml এ কিছু পেইজ আছে যা তিনি এই পদ্ধতি ব্যবহার করে লুকিয়ে বা বাদ দিতে পারেন।
মন্তব্য করুন