আপনি যদি এইচটিএমএল কোডিং এ ভাল না হয়ে থাকেন এবং কিভাবে স্বয়ংক্রিয়ভাবে ওয়ার্ডপ্রেস এর মধ্যে rel = nofollow ট্যাগ যোগ করতে হয় এ সম্পর্কে একটা ভাল টিউটোরিয়াল খুঁজে থাকেন তাহলে এই ব্লগটি আপনার জন্যই লেখা।
অনেক মানুষ আছে যারা ওয়ার্ডপ্রেস শিখতে আগ্রহী। তারা লিঙ্কিং, anchor text, এবং on page SEO সম্পর্কে যতই জানবে ততই শিখবে। তাছাড়া অনেক নতুন এসইও এক্সপার্ট আছেন যারা কিভাবে সহজেই ওয়ার্ডপ্রেস এ nofollow ট্যাগ ব্যবহার করতে হয় সে ব্যাপারে জানতে আগ্রহী। অধিকাংশ ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীই আলাদাভাবে rel=nofollow ট্যাগ বসাতে পছন্দ করেন না। এটা সময়সাপেক্ষ এবং কিছু ব্যবহারকারীদের জন্য খুব কঠিন। কেননা ভিজুয়্যাল উইন্ডোতে আমরা rel=nofollow ট্যাগ দিতে পারি না (এই ফিচারটি এখনও ওয়ার্ডপ্রেসে ডিফল্টভাবে পাওয়া যায় না কিন্তু আমি মনে করি ওয়ার্ডপ্রেস এই পরিবর্তন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে)। কোন লিঙ্কে rel=nofollow এই কোডটি প্রবেশ করাতে হলে আমাদের টেক্সট উইন্ডোতে যেতে হবে।
ওয়ার্ডপ্রেসে অনেক nofollow প্লাগইন আছে। কিন্তু সব প্লাগইন আমরা যা চাই তা সরবরাহ করে না। আমার ক্ষেত্রে, আমি এমন একটি প্লাগইন চাই যা আমার বাছাই করা লিঙ্ক ছাড়া বাকী সব Outbound লিঙ্কে সয়ংক্রিয়ভাবে rel = nofollow ট্যাগটিকে যোগ করবে। আমি কেমন করে এটা করব? ভাল প্রশ্ন, আমি এমন একটি ভাল ওয়ার্ডপ্রেস প্লাগইন খুঁজে পেয়েছি যা কিনা আমাকে আমি যা চাই তাই সরবরাহ করে। আমাকে নিজে এখন আর rel = nofollow ট্যাগ আলাদাভাবে প্রবেশ করাতে হয় না।
আমি এখন সেই প্লাগইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কিন্তু তার আগে বলে নেই যে, অন্যান্য প্লাটফর্মের তুলনায় ওয়ার্ডপ্রেস শেখাটা অনেক সহজ। আপনার এটা শেখার জন্য কোন কম্পিউটার ডিগ্রি লাগবে না। আপনার যদি ধৈর্য এবং সময় থাকে তাহলে ওয়ার্ডপ্রেস শেখাটা আপনার জন্য একেবারে সহজ হবে। কিন্তু যাদের ইতিমধ্যেই HTML এর মৌলিক কোডিং দক্ষতা আছে তাদের জন্য এটা সত্যিই লাভজনক হবে।
যাই হোক আসল কথায় আসা যাক – কিভাবে স্বয়ংক্রিয়ভাবে ওয়ার্ডপ্রেস এর মধ্যে rel = nofollow ট্যাগ যোগ করবেন? এখান থেকে ভালভাবে পড়ে দেখুন।
ওয়ার্ডপ্রেস এ কিভাবে বহিঃসংযোগ লিঙ্কে Rel Nofollow যোগ করা যায়
প্রথমে আমি দেখাব কিভাবে আপনি টেক্সট উইন্ডো থেকে আলাদা আলাদা ভাবে rel = nofollow লিঙ্ক যোগ করতে পারবেন। আপনি যদি এই লেখাটির প্রথম প্যারাগ্রাফ পড়ে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন যে, আমি কিভাবে “এসইও এক্সপার্ট” এই কিওয়ার্ডকে লিঙ্ক করেছি – http://www.seo-service-provider.org/seo-expert/ এই লিঙ্কের জন্য।
আমি এই লিঙ্কটির জন্য টেক্সট উইন্ডো থেকে যে কোড ব্যবহার করেছি…
ভালভাবে তাকালে দেখতে পারবেন যে, এখানে কোন rel = “nofollow” ট্যাগ যোগ করা হয় নি। তার মানে এটি একটি dofollow অথবা rel=”follow” লিঙ্ক। এটা গুগলকে লিঙ্ক জুস পাস করতে বলে দেয় এই পোস্ট থেকে “এসইও এক্সপার্ট” পোস্টের জন্য। কিন্তু এই লিঙ্কটি nofollow করার জন্য আমাকে এইভাবে কোডটি পুনর্লিখন করতে হবেঃ
হ্যা, rel=nofollow ট্যাগ দিতে হলে আপনাকে লিঙ্কিং করার সময় rel=”nofollow” লিখতে হবে।
কিন্তু আমি আপনাদের জন্য এই কাজটিকে সহজ করে দিচ্ছি।
ওয়ার্ডপ্রেস এ কিভাবে বহিঃসংযোগ লিঙ্কে Rel Nofollow যোগ করা যায়
আপনি যদি স্বয়ংক্রিয়ভাবে আপনার সব আউটবাউন্ড লিংকে rel = nofollow ট্যাগ যুক্ত করতে চান শুধু আপনার বাছাই করা লিঙ্ক ছাড়া তাহলে, আপনার “External Links” by Denis de Bernardy” এই প্লাগইন টি ইনস্টল করা উচিত। আমি আমার এক ক্লায়েন্ট এর জন্য এই প্লাগইন ইনস্টল করার সময়, সত্যিই অনেক নির্ভার ছিলাম। rel = nofollow ট্যাগ আলাদা আলাদা দিতে গিয়ে আমি যথেষ্ট সময় অপচয় করেছি, যেখানে Denis de Bernardy আমাদের জীবনকে সহজ করার জন্য ইতিমধ্যে এই প্লাগইনটি তৈরী করে রেখেছিল। আমি সত্যিই এই প্লাগইনটিকে সমর্থন জানাই।
আপনি এখানে ইনস্টলেশন প্রক্রিয়া দেখে নিতে পারেন। এটা অন্য যেকোন ওয়ার্ডপ্রেস প্লাগইন সেটআপের তুলনায় খুবই সহজ। ইনস্টল করার পরে এই প্লাগইন সক্রিয় করুন। এরপরে মাউসটিকে সেটিংস এর উপর নিয়ে যান এবং তারপর উপর External Links এ ক্লিক করুন
ডিফল্টরূপে আপনি “Apply to Text Widgets”, “Treat Subdomains as Local“, এবং “Add No Follow”এই অপশনগুলি নির্বাচিত অবস্থায় খুজে পাবেন। আপনি যদি আপনার বাছাইকৃত লিঙ্ক ছাড়া বাকি সব বহিরাগত লিঙ্কগুলোকে nofollow করতে চান তাহলে প্রথম অপশনটি বাছাই করুন। যদি আইকন দেখাতে চান আউটবাউন্ড লিংক এর পাশে, তাহলে “Add Icons” এই অপশনটি বাছাই করতে পারেন। শুধু মাথায় রাখবেন যেন “Open in New Windows” নির্বাচন করা থাকে, যাতে করে আপনি আপনার সাইটে আপনার ভিজিটরদের ধরে রাখতে পারেন। এটি আপনার ওয়েবসাইটের বাউন্স রেট কমাতে সাহায্য করবে। আপনি “Exclude HTML Code Blocks” এই অপশনটি অনির্বাচিত হিসেবে রাখতে পারেন।
এখানে ওয়ার্ডপ্রেস এক্সটার্নাল লিংক প্লাগইনের জন্য আমার সেটিং দেয়া হল
অবশেষে, আপনি যদি প্রথম অপশনটি নির্বাচিত করে থাকেন তাহলে আপনাকে “Domains to Exclude” এই ফাংশনটি এডিট করতে হবে। এই বিভাগে, আপনি যে সব ডোমেইনগুলোকে Dofollow হিসেবে রাখতে চান সেগুলি প্রবেশ করাতে হবে। আমার ক্ষেত্রে, আমি Facebook.com, Twitter.com, Linkedin.com, Plus.Google.com, Reddit.com, Youtube.com, Delicious.com, Tawk.to, Google.com এবং WordPress.com এই লিঙ্কগুলোকে Dofollow হিসেবে অন্তর্ভুক্ত করেছি।
সবশেষে, “Save Changes” এই বাটনে ক্লিক করুন। ব্যস, আপনার কাজ হয়ে গেল। আপনি আপনার আগের ওয়ার্ডপ্রেস পোস্ট বা পেজ পরীক্ষা করতে পারেন এবং সাথে সাথে আপনি পার্থক্য খুঁজে পাবেন।
আপনি যদি আপনার মূল্যবান সময় বাঁচাতে চান তাহলে ওয়ার্ডপ্রেস এক্সটার্নাল লিংক প্লাগইনটি খুবই দরকারী। একবার সঠিকভাবে সবকিছু সেট করা হয়ে গেলে আপনাকে এক্সটার্নাল লিংক নিয়ে চিন্তা করতে হবে না।
আপনার যদি এই পোস্ট সম্পর্কে কোন প্রশ্ন থাকে, তাহলে নির্দ্বিধায় মন্তব্যের মাধ্যমে জিজ্ঞাসা করুন। আমরা আপনাকে সাহায্য করতে পেরে খুশি হব। পড়ার জন্য ধন্যবাদ! সঙ্গেই থাকুন।
jquery diye aro sohoje kora jabe
jQuery(‘a’).attr(‘rel’,’nofollow’);
Thanks Rayhan, apnar comment er jonno. jQuery(‘a’).attr(‘rel’,’nofollow’) ei code ta ki protibar add korte hobe link a naki template a akbar add korte hobe?
এই কোডটি আপনার functions.php ফাইল এ বসিয়ে দিন। আপনি যদি জেকুয়েরি বুজে থাকেন তবে এই কোড এর মর্মার্থ সহজেই বুজতে পারবেন।
function no_follow_link(){
echo "
jQuery(document).ready(function(){
jQuery('a').attr('rel','nofollow');
});
";
}
add_action('wp_head','no_follow_link');
নিচের লিংক এ গিয়ে কোডটি কপি করে নিন। আপনার সাইটের কমেন্ট বক্স আমার পূর্বের কমেন্ট এ লিখা কোড কে বিকৃত করে দিয়েছে :(
https://gist.github.com/kingRayhan/ef9697b4ce226666c860
ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য। একটু কঠিন হয়ে যাবে নতুন ব্যবহারকারীদের জন্য। আমাদের লেখাটি পড়ে যে কেউ প্লাগিন ইন্সটল করে অ্যাক্টিভ করে নিতে পারবে। কোন কোডিং বোঝার দরকার নেই পাঠকদের!
কিন্তু যারা ফলো করতে চায় আপনার পদ্ধতি তাহলে তারা তা করতে পারে।