Call only ads campaign সেটআপ করা বেশ সহজ কিন্তু ফলাফল পরিমাপ করা খুব জটিল! এই ব্লগ পোস্ট পড়ার পর আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখুন।
এই ব্লগ পোস্টে, আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে ধাপে ধাপে Call Only Ads Campaign সেটআপ করবেন। এছাড়াও আমি আপনাদের দেখাবো কিভাবে phone call conversion সেটআপ করতে হয়। Call Only Ads Campaign এর একটি গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে এই যে, আপনার ওয়েবসাইটে কোনো কনভারশন ট্র্যাকিং কোড সেটআপ করার প্রয়োজন হবে না। আমরা এই পয়েন্ট নিয়ে পরে আলোচনা করবো। এখন দেখাবো কিভাবে Call Only Ads ক্যাম্পেইন সেটআপ করতে হয়।
কিভাবে নতুন একটি Call Only Campaign তৈরি করবেনঃ
১। প্রথমে আপনি আপনার এডওয়ার্ডস অ্যাকাউন্ট এ লগ-ইন করুন।
২। এডওয়ার্ডস “Campaigns” ট্যাব এ শুধুমাত্র লাল রং এর +Campaign ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করুন। তারপরে “Search Network Only” অপশনটি সিলেক্ট করুন।
৩। এখন আপনার এড ক্যাম্পেইন এর নাম যোগ করুন। ভবিষ্যতে এই ক্যাম্পেইন খুঁজে বের করার জন্য, আপনার ক্যাম্পেইনের নাম এর মধ্যে আপনার এই ক্যাম্পেইনটি যে “call-only” তার সংকেত দিয়ে রাখুন।
৪। এরপর লোকজনকে আপনার কোম্পানির কাছে কল করতে আগ্রহী করার জন্য আপনার “Call Only Ads” ক্যাম্পেইনের টাইপ পছন্দ করুন।
৫। আপনার ডিভাইস, নেটওয়ার্ক, এবং টার্গেটকৃত জায়গা নির্বাচন করুন। আপনার এই “Call Only” ক্যাম্পেইন এড শুধুমাত্র ঐসব ডিভাইসে দেখাবে যেগুলো দিয়ে কল করা যায়।
৬। “Bid Strategy” এর মধ্যে আপনি বিভিন্ন অপশন পাবেন। আপনি যদি নিজে নিজেই আপনার কিওয়ার্ড CPC bids পরিবর্তন করতে চান তাহলে আপনি “Manual CPC” সিলেক্ট করতে পারেন এবং “Enable Enhanced CPC” অপশনটা আনচেক করুন। আপনি যদি অটোমেটেড সিস্টেম পছন্দ করতে চান, তাহলে আপনি অন্য যেকোন অপশন সিলেক্ট করতে পারেন।
৭। যদি আপনি আপনার প্রতিদিনের বাজেট দ্রুত খরচ করতে না চান তাহলে আপনার ডেলিভারি মেথড “Standard” হওয়া উচিৎ।
৮। এডভান্স সেটিংস এর মধ্যে আপনার ক্যাম্পেইনের “Start Date” এবং “End Date” নির্ধারন করুন। যদি আপনি চান যে আপনার এড চলতেই থাকবে তাহলে আপনি “End Date” এ “none” দিতে পারেন।
৯। “Call Only” ক্যাম্পেইনের ক্ষেত্রে এড শিডিউল খুবই গুরুত্বপূর্ন। আপনি যদি সপ্তাহের ৭ দিনের ২৪ ঘন্টাই কল গ্রহন করতে পারেন তাহলে আপনি এই অপশনটি বাদ দিতে পারেন। আপনি যদি আপনার এড এর জন্য কোন এড শিডিউল সেট না করেন তাহলে লোকজন আপনাকে রাত ২টা অথবা অন্য যেকোন সময় কল দিতে পারে। কিন্তু ধরুন আপনার একজন প্রতিনিধি আছে যিনি একটি নির্দিষ্ট অফিস টাইমে কল গ্রহণ করতে পারবেন, তাহলে আপনাকে নিশ্চিত করতে হবে যেন আপনার এড শুধুমাত্র ঐ সময়েই চালু থাকে। “Call Only” এড ক্যাম্পেইনের জন্য আমরা আপনাকে “Ad scheduling” এর সুবিধা গ্রহণ করার জন্য সাজেশন দিচ্ছি।
১০। আপনার এড ক্যাম্পেইনের জন্য আপনার সুবিধা মতো অন্যান্য সেটিংস সিলেক্ট করতে পারেন।
১১। এখন “Save and continue” এ ক্লিক করুন।
Call Only Campaign এর জন্য কিভাবে একটি নতুন Ad Group তৈরি করবেনঃ
নতুন Ad Group তৈরিঃ
১। আপনার Ad Group পেইজ এ Ad Group এর নাম দিন।
২। এখন আপনার এড তৈরি করুন।
৩। আপনার ব্যাবসার নাম দিন। ইহা অবশ্যই আপনার কোম্পানির নামে হওয়া উচিৎ।
৪। আপনার ব্যবসায়ীক মোবাইল ফোন অথবা ল্যান্ড ফোন নাম্বার অ্যাড করুন। এটা সেই নাম্বার যেখানে কাস্টমার ডায়াল করবে যখন তারা আপনার এড হেডলাইন এর উপর ক্লিক করবে।
৫। আপনার সেবা অথবা প্রোডাক্ট এর বর্ননা অ্যাড করুন। সাথে সাথে ডিসপ্লে URL অ্যাড করুন।
৬। ভেরিফিকেশন URL অ্যাড করুন। এটা সেই ওয়েব পেইজ হবে যেখানে আপনার মোবাইল ফোন নাম্বার থাকবে যা একটু আগে আপনি অ্যাড করেছিলেন। আপনার মোবাইল ফোন নাম্বার ভেরিফাই করার জন্য গুগল এই ওয়েব পেইজ URL বিবেচনা করবে। আপনার এই অ্যাডকৃত URL এর মূল ডোমেইন অবশ্যই ডিসপ্লে URL এর সাথে মিল থাকতে হবে।
৭। এরপর আপনাকে “Show my ad with” সেকশন এর নিচে “A Google forwarding phone number and use call reporting” অপশনটা সিলেক্ট করতে হবে। মনে রাখবেন, গুগল এর ফরোয়ার্ডিং কাজ শুধুমাত্র নির্বাচিত দেশ সমূহের জন্য। যদি আপনি বাংলাদেশ অথবা অন্য কোন দেশের হয়ে থাকেন যেখানে গুগল এর ফরোয়ার্ডিং কাজ করে না, তাহলে আপনি এই অপশনটা ব্যবহার করতে পারবেন না।
৮। রিপোর্ট কনভার্শনের ক্ষেত্রে “count calls as phone call conversions” টিক মার্ক দেয়া আছে কিনা তা নিশ্চিত হতে হবে। কনভার্শন অ্যাকশন ড্রপ-ডাউন মেনু থেকে আপনার phone call conversion name নির্বাচন করুন (কিভাবে একটি Phone Call Conversion তৈরি করবেন সেকশনটি দেখুন)। এরপরে নিচের ধাপগুলো চেক করুন।
৯। আপনার টার্গেটকৃত কীওয়ার্ড প্রবেশ করান। আপনার “Call Only” ক্যাম্পেইনের জন্য আমরা আপনাকে জেনেরিক কীওয়ার্ড এড়িয়ে চলার জন্য সাজেশন দিচ্ছি। যদি আপনি সাধারন Ads এর সাথে তুলনা করেন তাহলে দেখবেন Call Only Ads এর জন্য এটা ভিন্নভাবে কাজ করে। যে ক্লিকগুলো অ্যাডওয়ার্ডস এ রেজিস্টারড হয়েছে সেগুলো কল হিসেবে আসে নি কিন্তু সেগুলো তো ক্লিক। আপনাকে চার্জ করা হবে যখন কেউ আপনার অ্যাড এর উপর ট্যাপ/ক্লিক করবে। আরও বিস্তারিত জানার জন্য আপনি আমাদের পরবর্তী টিউটরিয়াল চেক করতে পারেন।
১০। আপনার পছন্দের “default bid” প্রবেশ করান।
১১। প্রক্রিয়া শেষ করার জন্য “Save ad group” এ ক্লিক করুন।
কিভাবে একটি Phone Call Conversion তৈরি করবেনঃ
১। প্রথমে আপনি আপনার এডওয়ার্ডস অ্যাকাউন্ট এ লগ-ইন করুন।
২। Tools ট্যাব এ ক্লিক করুন তাহলে আপনি ড্রপ-ডাউন মেনু দেখতে পারবেন। ড্রপ-ডাউন মেনু থেকে “Conversions”
সিলেক্ট করুন।
৩। এখন লাল রং এর +Conversion অপশনে ক্লিক করুন।
৪। আপনি ৪ টা অপশন দেখতে পাবেন। তার মধ্যে থেকে “Phone calls” অপশন সিলেক্ট করুন।
৫। এখন আপনি ৩টা অপশন দেখতে পাবেন। আপনাকে প্রথমের “Calls from ads using call extensions or call-only ads” অপশনটা নির্বাচন করতে হবে।
৬। নামের উপরে ক্লিক করুন। যেকোনো নাম আপনি দিতে পারেন তবে এমন নাম দিন যাতে করে আপনি সহজেই “conversion report” এ এই নামটি খুঁজে পান। আপনার ব্যবসার ধরন অনুযায়ী নাম দিতে পারেন যেমনঃ “Phone Calls”, “Booking calls” অথবা “Flower phone orders”। এরপরে “Done” বাটানে ক্লিক করুন।
৭। এখন “Value” সেকশন এর “Pencil” আইকন এর উপর ক্লিক করুন। প্রতিটি সিঙ্গেল কল এর জন্য আপনি একটি Value সাবমিট করতে পারেন অথবা আপনি যদি Value না দিতে চান তাহলে “Don’t assign a value” সিলেক্ট করতে পারেন। তারপর “Done” এ ক্লিক করুন।
৮। এখন “Call Length” এ ক্লিক করুন। সর্বনিম্ন “Call Length” দিন। আবশ্যই সেকেন্ড এর আকারে। যাতে করে একটি ফোন কলকে কনভার্শন হিসেবে বিবেচনা করা হয়। অতপর “Done” এ ক্লিক করুন।
৯। এরপর count এ ক্লিক করুন। এই সেকশনে প্রতি অ্যাড ক্লিক এর জন্য “every or one” সিলেক্ট করুন। “One” লিড এর জন্য ভালো এবং “every” সেলস এর জন্য ভালো। এরপর “Done” এ ক্লিক করুন।
১০। এখন “Conversion” উইন্ডো তে ক্লিক করুন। একটা এড ক্লিক এর ঠিক কতক্ষন পরে আপনি কনভার্শন ট্রাক করতে চান তা সিলেক্ট করুন। আপনি ১ সপ্তাহ থেকে ৬০ দিনের মধ্যে সিলেক্ট করতে পারেন। একটি সফল কনভার্শন ট্রাক এর জন্য ৬০ দিন হলো সর্বোচ্চ ভেলু। এরপরে “Done” বাটনে ক্লিক করুন।
১১। এরপর, ক্যাটাগরির উপর ক্লিক করুন। আপনি ৪ টি অপশন পাবেন। আপনার অ্যাডওয়ার্ডস কনভার্শন এর জন্য যে অপশনটা সবচেয়ে ভালো সেটা আপনি সিলেক্ট করতে পারেন। এখানে আপনার নির্বাচন আপনার অ্যাডওয়ার্ডস কনভার্শন রিপোর্ট এ প্রযোজ্য হবে। খুব সহজেই আপনি পরে এটা পরিবর্তন করতে পারবেন। এখন “Done” এ ক্লিক করুন।
১২। পরবর্তী ধাপঃ Include in “Conversions। ডিফল্ট হিসেবে এটি নির্বাচন করা থাকবে। আপনি এই অপশনটি আন-চেক করতে চাইবেন না যেহেতু এই সেটিংস কনভার্শন অ্যাকশন এর জন্য ডাটা অ্যাড করে আপনার “Conversions” রিপোর্ট কলাম হিসেবে। আপনি যদি এই সেটিং আন-চেক এর জন্য সিলেক্ট করন, তাহলে আপনার ডাটা “All conversions” কলামে যোগ হবে।
১৩। সর্বশেষ, “Save and continue” বাটনটিতে ক্লিক করুন।
একদম শুরুতে আমি বলেছিলাম যে “call only ads campaign” এর জন্য আপনার ওয়েবসাইটে কোনো কনভারশন ট্র্যাকিং কোড সেটআপ করার প্রয়োজন নেই। এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে, নিচের ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।
নিচের ভিডিও টিউটোরিয়ালে আমি আমার অ্যাডওয়ার্ডস MCC আইডির সাথে আমার ক্লায়েন্টের অ্যাডওয়ার্ডস আইডি দেখিয়েছি। আমি আমার ক্লায়েন্ট থেকে অনুমতি নিয়েই প্রদর্শন করেছি। দয়া করে আমার বা ক্লায়েন্টের ইমেলে কোন স্প্যাম বার্তা পাঠাতে না। ধন্যবাদ।
[…] টিউটোরিয়ালে আলোচনা করেছি কিভাবে call only ads ক্যাম্পেইন সেট আপ করা যায়। আমরা আরও বলেছি যে call only ads ক্যাম্পেইন […]